Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 বিশেষ ঘোষনাঃ   এতদ্বারা বুলাকীপুর ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন যাদের করা হয়নি তাদের যত দ্রুত সম্ভব নিবন্ধন করুন। মৃত ব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করুন। এছাড়াও জন্ম ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশদের সাথে যোগাযোগ করুন।  বিঃদ্রঃ  যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রাম পুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫,০০০/- টাকা অথবা অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে। ০ থেকে ১ বছরের নিবন্ধনের জন্য মোবাইলে +8801540183073 +8801760044556  অথবা Facebook Page ফেসবুক পেজে যোগাযোগ করুন।


এনজিও

এনজিও কার্যক্রমঃ

     দেশের অন্যান্য জায়গার মতোই বুলাকিপুর ইউনিয়নে বেশ কিছু এনজিও কাজ করে থাকে। বিশেষ করে গ্রামীন ব্যাংক, ব্র্যাক, আশা, দীপশিখা, হিড বাংলা, ও ঠেঙ্গামারা-র নাম উল্লেখ করা যায়। ঐ সব এনজিও ছাড়াও আরো কিছু এনজিও অতি সম্প্রতি কাজ করছে এ ইউনিয়নে। সেগুলো হলো সৌহাদ্য, পল্লীশ্রী, কারিতাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পদক্ষেপ ইত্যাদি। দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মসচেতন করার উদ্দেশ্য  এসব এনজিওর কাজ প্রশংসনীয়। ক্ষুদ্র ঋণদান কার্যক্রমের মাধ্যমে বিত্তহীন মানুষকে স্বচ্ছল করতে এসব এনজিও দের ভূমিকা একেবারে খারাপ নয়। তবে কতজন দরিদ্র স্বাবলম্বী হতে পেরেছে তার সঠিক পরিসংখ্যান জানা নাই।