ক্র: নং | সেবার ধরণ | সেবা গ্রহণকারী সেবা/ব্যক্তি | সেবার বিবরণ | সেবা প্রদানের স্থান | সেবা প্রদানের সময়সীমা |
১ | ভিজিডি কার্যক্রম | দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা | ২৪ মাস মেয়াদী খাদ্য সাহায্য ও আত্ম কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | ২ বৎসর |
২ | দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী | পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মা | প্রতি মাসে ৩৫০/- টাকা হারে ২ বছর মেয়াদে ৩০০০ ইউনিয়নের ৪৫০০০ মহিলাকে এই ভাতা প্রতান করা হয়। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর | ২ বৎসর |
৩ | মহিলাদের আত্ম- কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল | পল্লী অঞ্চলের দরিদ্র মহিলা ও প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা | গ্রামীণ দরিদ্র নিম্ন আয়ের মহিলাদের আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্যে পল্লী অঞ্চলের সমিতির মাধ্যমে ৫০০০/- টাকা থেকে ১৫০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান। | মহিলা বিষয়ক অধিদপ্তর | আবেদনের তারিখ থেকে ১ মাস |
৪ | সেলাই মেশিন বিতরণ | দারিদ্র পীড়িত ও দুঃস্থ মহিলা | দারিদ্র পীড়িত ও দুঃস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্য জন প্রতি ১ টি করে সেলাই মেশিন দেয়া হয়। | মহিলা বিষয়ক অধিদপ্তর | আবেদনের তারিখ থেকে ১ মাস |
৫ | কর্মজীবি মহিলাদের হোষ্টেল সুবিধা | দেশের চাকুরীজীবি মহিলা | ঢাকায় ৩ টি এবং ৪ টি বিভাগীয় শহরে ৪ টি কর্মজীবি হোষ্টেলের মাধ্যমে চাকুরীজীবি মহিলাদের নিরাপদ আবাসন সুবিধা প্রদান করা হয়। | মহিলা বিষয়ক অধিদপ্তর | আবেদনের তারিখ থেকে ১ মাস (সিট খালি থাকা স্বাপেক্ষে) |
৬ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পাচার রোধ | নির্যাতিত নারী ও শিশু | মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে।
নারী নির্যাতন প্রতিরোধ সেল দেশের ৬টি বিভাগীয় শহরে নির্যাতিত নারীদের বিনামূল্যেসব ধরনের আইনগত সহায়তা প্রদান করে। কাউন্সিলিং এর মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পরিবারিক বিরোধ নিস্পত্তি তালাকপ্রাপ্ত নারীদের দেন মোহরের টাকা আদায়, বিবাদীর (স্বামীর) নিকট হতে স্ত্রীর হরন পোষণ খোরপোষ ও সন্তানের ভরনপোষন আদায় করা। এছাড়াও সেলের আইনজীবিদের মাধ্যমে কোর্টে আইনগত সহায়তা প্রদান করা। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা। |
৭ | উপদেষ্টা/মন্ত্রীর স্বোচ্ছাধীন তহবিল, দুঃস্থ মহিলা সাহায্য তহবিল এবং নির্যাতিত দুঃস্থ শিশু কল্যাণ তহবিলের অনুদান বিতরণ | দুঃস্থ ও নির্যাতিত মহিলা ও শিশু | সর্বোচ্চ এককালীন ৫০০০/- টাকা থেকে ২৫০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। নির্ধারিত ফরমে মন্ত্রনালয়ে সরাসরি আবেদন দাখিল করতে হয়। | মন্ত্রনালয়ের সেল শাখা | বৎসরে ১ বার |
৮ | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ | নিবন্ধনকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতিতে আর্থিক সহযোগিতা প্রদান | মহিলাদের আত্ম কর্মসংস্থান উন্নয়নের জন্য নিবন্ধনকৃত মহিলা সমিতিকে আবেদনের ভিত্তিতে বছরে ১ বার ৫০০০/- টাকা থেকে ২৫০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। | মহিলা বিষয়ক অধিদপ্তর | বৎসরে ১ বার |
৯ | সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী | প্রশিক্ষনার্থী, সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও সমাবেশ, স্কুল ও কলেজ। | ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন প্রতিরোধ, যক্ষা নিরোধ, HIV/AIDS, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন ইত্যাদি। | মহিলা বিষয়ক অধিদপ্তর | চলমান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস