Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 বিশেষ ঘোষনাঃ   এতদ্বারা বুলাকীপুর ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন যাদের করা হয়নি তাদের যত দ্রুত সম্ভব নিবন্ধন করুন। মৃত ব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করুন। এছাড়াও জন্ম ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশদের সাথে যোগাযোগ করুন।  বিঃদ্রঃ  যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রাম পুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫,০০০/- টাকা অথবা অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে। ০ থেকে ১ বছরের নিবন্ধনের জন্য মোবাইলে +8801540183073 +8801760044556  অথবা Facebook Page ফেসবুক পেজে যোগাযোগ করুন।


মামলার আবেদন

           মামলার  আবেদন (বিস্তারিত)

আবেদনপত্রটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবরে  দায়ের করতে হবে।

     আবেদনপত্রেকীকীতথ্যথাকতেহবে ?

*আবেদনটি লিখিতভাবে দাখিল করতে হবে।

*যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।

*আবেদনকারী এবং প্রতিবাদীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

*সাক্ষী থাকলে সাক্ষীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

*ঘটনার উদ্ববের কারন, ঘটনার স্থান ও  ইউনিয়নের নাম, সময়, তারিখ থাকতে হবে।

*নালিশ বা দাবির ধরন মূল্যমান থাকতে হবে।

*ক্ষতির পরিমাণ, প্রার্থিত প্রতিকার থাকতে হবে।

*পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।

*সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।

*মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।

*আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে।

*মামলা দায়েরের তারিখ থাকতে হবে।

 

বি: দ্র: :- আরো বিস্তারিত জানতে চাইলে আপনার নিকটবর্তী গ্রাম আদালত মাঠ কর্মী এবং কোর্ট সহকারীর সাথে যোগাযোগ করতে পারেন।